ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

জাসাস’র প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
জাসাস’র প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ ডিসেম্বর

ঢাকা: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ ডিসেম্বর। সংগঠনটির প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে এদিন সকাল ১১ টায় জাসাস সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মনির খানের নেতৃত্বে সংস্থার পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন।



বিকেল তিনটায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। আলোচনা অনুষ্ঠানে দেশের আইন শৃংখলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গীতিনাট্য পরিবেশিত হবে।

বিএনপির সূত্র জানায়, ১৯৭৮ সালে সংগঠনটির প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ওই সময় ইকবাল হোসেনকে আহবায়ক করে সংগঠনটির যাত্রা শুরু হয়।

পর্যায়ক্রমে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন লোকমান হোসেন ফকির, কবি আল মাহমুদ, রেজাউল করিম তালুকদার, রেজাবদ্দৌলা চৌধুরী, খোরশেদ আলী মোল্লা, আমজাদ হোসেন,জাহিদ হোসেন চুন্নু, ওয়াসিমুল বারি রাজিব।

সর্বশেষ গত ১০ ডিসেম্বর সালে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মনির খান।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।