ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

‘ট্রাইব্যুনাল যেকোনো সময় নিজামীদের গ্রেপ্তার দেখাতে পারে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১০
‘ট্রাইব্যুনাল যেকোনো সময় নিজামীদের গ্রেপ্তার দেখাতে পারে’

ঢাকা: যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতাকে যেকোনো সময় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।



প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্তকাজ চলছে। এজন্য বিচারে কিছুটা সময় লাগছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই শীর্ষ নেতাদের যেকোনো সময় গ্রেপ্তার দেখাতে পারে। ’

সরকার আইনের ফাঁকফোকর বন্ধ করেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেছে বলে জানান কামরুল ইসলাম।

‘যুদ্ধাপরাধ ও বর্তমান রাজনীতি’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

এতে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার দ্রুত শুরু এবং এ বছরের মধ্যেই তা শেষ করা সম্ভব হবে বলে আশা করছি। ’

বক্তব্যে কামরুল ইসলাম ফের প্রয়াত জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের চর’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘জিয়া যাদের চর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এখন খালেদা জিয়া তাদের রক্ষার জন্যই মরিয়া হয়ে উঠেছেন। ’

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।