ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঢাবি শিক্ষক গোলাম মওলা ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১০

ঢাকা: জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মওলার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত একই সঙ্গে তার জামিনের আবেদনও খারিজ করে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শাখার পরিদর্শক মো. নুরুল আমিন আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান খান আসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘আসামি হিযবুত তাহরীর নামে একটি জঙ্গি সংগঠন সৃষ্টি করে দেশের মধ্যে নৈরাজ্যের চেষ্টা করছিলেন। ’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড. সৈয়দ গোলাম মওলা হিযবুত তাহরীরের প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকার করেছেন বলে তদন্ত কর্মকর্তা দাবি করেছেন। তার বিরুদ্ধে উত্তরা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এর আগে উত্তরা থানায় দায়ের হওয়া একই মামলায় হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক অধ্যাপক মহিউদ্দিনকে ১৯ মার্চ গ্রেপ্তার করা হয়।


বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।