ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌরসভা নির্বাচন

আওয়ামী লীগের ৬৫ প্রার্থী চূড়ান্ত

শামিম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
আওয়ামী লীগের ৬৫ প্রার্থী চূড়ান্ত

ঢাকা: পৌরসভা নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের ৬৫টি পৌরসভার প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রাজশাহী বিভাগে রয়েছে ৪৮টি এবং রংপুরে বিভাগে ১৭টি।



শনিবার রাতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীতালিকার অনুমোদন দেওয়া হয়।

নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ও নির্বাচনী এলাকা নিচে উল্লেখ করা হলো:

বদরগঞ্জ পৌরসভা, উত্তম কুমার সরকার; হারাগাছি,এরশাদুল হক; গাইবান্ধা সদর, অ্যাড. শাহ মাহমুদ আকবর মিলন; গোবিন্দগঞ্জ, আতাউর রহমান সরকার; লালমনিরহাট সদর, রিয়াজুল ইসলাম লিন্টু; পাটগ্রাম, আনিছুর রহমান বাবু; কুড়িগ্রাম সদর, কাজিউল ইসলাম; দিনাজপুর সদর, তৈয়বউদ্দিন চৌধুরী; ফুলবাড়ী, শাহজাহান আলী কুতুব; বীরগঞ্জ, মোশাররফ হোসেন বাবুল; সেতাবগঞ্জ, আবদুস সবুর; বিরামপুর, হোসেন আলী সরকার; হাকিমপুর, জামির হোসেন চলন্ত; নীলফামারী সদর, দেওয়ান কামাল আহমেদ; ঠাকুরগাঁও সদর, এসএম মঈন; পীরগঞ্জ, ইকরামুল হক; পঞ্চগড় সদর, জহিরুল ইসলাম; ভবানীপুর, গোলাম মোস্তফা; রহনপুর, আবু বকর মৃধা; কাঁটাখালী, আবদুর রউফ লাবু; গোদাগাড়ী, মনিরুল ইসলাম বাবু; কাঁকনহাট, আবদুল মজিদ মাস্টার; তানোর, আবুল কালাম আজাদ; কিশোরহাট, শহীদুজ্জামান শহীদ; দুর্গাপুর, তোফাজ্জল হোসেন; আড়ানী, মিজানুর রহমান মিনু; চারঘাট, আনোয়ার হোসেন; চাঁপাইনবাবগঞ্জ সদর, মাঈনুদ্দিন ম-ল; শিবগঞ্জ, কবিরুল হক রাজীব; নাচোল, আবদুর রশিদ খান জালু; নাটোর সদর, অ্যাড. কামরুল ইসলাম; নলডাঙ্গা, ইয়াকুব আলী ম-ল, সিংড়া, আসাদুজ্জামান বাচ্চু; গোপালপুর, গোলাম মর্তুজা বাবু; বড়াইগ্রাম, রফিকুল ইসলাম বারী; জয়পুরহাট সদর, নন্দলাল পাল; আক্কেলপুর, সৈয়দ নাজমুল হুদা হালাকু; কানাইহাট, তৌফিকুল ইসলাম তালুকদার; পাঁচবিবি, শামসুল আলম দুদু; সিরাজগঞ্জ সদর, হোসেন আলি হাসান; উল্লাপাড়া, মাহমুদ বিন হাবিব; কাজিপুর, জিএম তালুকদার মধু; শাহাজাদপুর, হালিমুল হক মিয়া; রায়গঞ্জ, আফছারুল ইসলাম; বেলকুচি, লাল মিয়া; নওগাঁ সদর, রফিকুল ইসলাম রফিক; নজিপুর, আমিনুল হক; বগুড়া সদর, রেজাউল করিম মন্টু; শেরপুর, আবদুস সাত্তার; শান্তাহার, গোলাম মোরশেদ; পীরগঞ্জ, তৌহিদুর রহমান; সারিয়াকান্দি, আবদুল হানিফ সরকার; ধুনট, জিএম বাদশা; নন্দীগ্রাম, আবদুল্লাহ আল মামুন; কাহালু; হেলাল উদ্দিন; পাবনা সদর, আমিনুল হক; ভাঙ্গুরা, লোকমান হোসেন; ফরিদপুর, কামরুজ্জামান মাজেদ; সুজানগর, আবুল কাশেম; ঈশ্বরদী, আবুল কালাম আজাদ মিন্টু; চাটমোহর, মির্জা রেজাউল করিম; সাথিয়া, মিরাজ হোসেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।