ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘যুদ্ধাপরাধীদের বিচার দু’মাসের মধ্যে শুরু হয়ে আগামী ১৬ ডিসেম্বর আগে শেষ হবে’

ইসহাক সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
‘যুদ্ধাপরাধীদের বিচার দু’মাসের মধ্যে শুরু হয়ে আগামী ১৬ ডিসেম্বর আগে শেষ হবে’

আশুগঞ্জ: আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আগামী দুই মাসের মধ্যে যুদ্ধপরাধীদের বিচার কাজ শুরু হবে ও ২০১১ সালের ১৬ ডিসেম্বরের আগেই চিহ্নিত যুদ্ধপরাধীদের বিচার কাজ শেষ হবে। ’  

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্রের মাঠে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত ৮ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৬ষ্ঠ দিনে মুক্তিযুদ্ধের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।



এ সময় গ্রেপ্তারকৃত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত কর্মকর্তা অনেক অভিযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘অচিরেই ট্রাইব্যুনালের নির্দেশে গোলাম আজমকে গ্রেপ্তার করা হবে। ’

এছাড়া ১০ ট্রাক অস্ত্র আমদানির মূল নায়ক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ২১ আগস্টের বোমা হামলার মদতদাতা তারেক রহমানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া কথাও ভাবা হচ্ছে বলে জানান আইন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি ডা. আবদুল্লাহ-আল-মাহমুদ নজরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল বারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.)জহিরুল হক খান বীর প্রতীক, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক আবু নাছের আহাম্মেদ, কামরুজ্জামন আনসারী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।