ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশ ও ইসলামের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি: ফয়জুল করিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
দেশ ও ইসলামের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি: ফয়জুল করিম

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ফয়জুল করিম বলেছেন, শুধু সরকারি দলই নয়, বিরোধী দলও ভাংচুর, অগ্নিসংযোগসহ নানা রকম বিশৃংখলা সৃষ্টি করছে। তাই তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান নিতে হবে।

কারণ আমরা দেশ এবং ইসলামের স্বার্থে রাজনীতি করি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের আইসিএম মিলনায়তনে টিপাইমুখ লং মার্চ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, এ সরকারের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে একটি পার্শ্ববর্তী রাজ্যের অঙ্গরাজ্যে পরিণত করা। এখন সময় এসেছে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক খন্ডকালীন শিক্ষক ও জাতিসংঘের পানি বিশেষজ্ঞ ড. এস আই খান বলেন, ভারতের যথেষ্ট পানি আছে। কেবল বাংলাদেশকে ধ্বংস করতেই তারা টিপাইমুখ বাঁধ নির্মাণ করছে।

তিনি বলেন, মেঘনা প্রবাহ বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এটি জানার পরও ভারত বাঁধ নির্মাণের কাজ হাতে নিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর শাখার সভাপতি এ বি এম হেমায়েত উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৯১৯, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।