ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বিএনপির প্রতি ১৪ দলের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বিএনপির প্রতি ১৪ দলের আহ্বান

ঢাকা: যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বিরোধীদল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দল। সেই সঙ্গে নতুন শিক্ষানীতি ধর্মীয় মুল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও উল্লেখ করা হয়েছে।



শুক্রবার বিকেলে ১৪ দলের সভায় এ আহ্বান জানানো হয়। সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. দীপু মনি একথা জানান।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেওয়া বিভিন্ন দলের নেতারা যুদ্ধারপাধীদের বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া সভায় নতুন শিক্ষানীতি প্রণয়নকে সরকারের সাফল্য বলে উল্লেখ করা হয়।
 
দীপু মনি বলেন, ‘সভায় যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিচার নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বিভ্রান্ত ছাড়ানোর চেষ্টা চলছে। ’

সভায় বলা হয়, দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতেই যুদ্ধাপরাধীরেদর বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

দীপু মনি জানান, এই ঘৃন্য যুদ্ধাপরাধীদের সমর্থন না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি শিক্ষানীতি নিয়েও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ১৪ দল মনে করে এই শিক্ষানীতি ধর্মীয় মুল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয়। ’

এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই আমাদের দলের সভায় মহাজোটগত নির্বাচনের সিদ্ধান্ত হয়। জোটগত নির্বাচনের বিষয়টি প্রক্রিয়ায় আছে। বিষয়টি নিয়ে মহাজোটের শরিকদের সঙ্গে আলোচনা করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।