ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজশাহীতে আল্লাহ্ দলের এক সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১০

রাজশাহী: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কিসমাত পাগচী এলাকায় অভিযান চালিয়ে আল্লাহ্র দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে রাজশাহী র‌্যাব। আটক রুবেল মণ্ডলের (১৯) বাড়ি উপজেলার কিসমাত পাগচী গ্রামে।



রাজশাহী র‌্যাব-৫ এর সদর দপ্তরে শুক্রবার সকালে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

সূত্র জানায়, জঙ্গি সংগঠন আল্লাহ্র দলের সদস্যরা বৃহস্পতিবার রাতে ইসলামের অপব্যাখ্যা করতে নিষেধ করায় মুসলিম উদ্দিন নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করে। পরে র‌্যাব সদস্যরা তাদের আস্তানায় হানা দিয়ে রুবেলকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সম হয়।

র‌্যাব আরো জানায়, আল্লাহ্র দলের প্রধান নেতা মতিন মেহেদী কয়েক মাস আগে গ্রেপ্তার হওয়ার পর সংগঠনের অন্য নেতারা গা ঢাকা দিয়েছে। এরপর থেকে তারা রুবেল মণ্ডলের নেতৃত্বে ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। আটক রুবেল মণ্ডল নিজেকে আল্লাহর দলের একজন ত্যাগী সৈনিক বলে দাবি করেন।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad