ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

শুক্রবার ১৪ দলের সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

ঢাকা: আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সভা শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হবে।



তবে পৌরসভা নির্বাচনের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে বলে জানিয়েছে দলীয় সূত্র।  

এ সভায় মহাজোটগতভাবে ঐক্যবব্ধ নির্বাচন, সমঝোতার ভিত্তিতে জোটের এক প্রার্থী সমর্থনের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।

সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪-দলের সমন্বয়ক, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সভায় সংশিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাজেদা চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময় ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।