ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যতো দিন যাবে আপনার দলে ভাটা ততো ত্বরান্বিত হবে: প্রধানমন্ত্রীকে মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
যতো দিন যাবে আপনার দলে ভাটা ততো ত্বরান্বিত হবে: প্রধানমন্ত্রীকে মোশাররফ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘প্রতিহিংসার রাজনীতির ফল ভাল হবে না। জনবিরোধী কাজ করছেন।

বিরোধী দলের উপর নির্যাতন চালাচ্ছেন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এসব অব্যাহত থাকলে যতো দিন যাবে ততোই আপনার দলে ভাটা আরো তরান্বিত হবে। ’

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

ঢাকা জেলা যুবদল সভাপতি হাজী নাজিম উদ্দিন আজিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম প্রমুখ।

মোশাররফ বলেন, ‘এই সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ক্ষমতায় এসে জনগণের জন্য একটি কাজও করেনি। তাদের অন্যায়-অত্যাচার-জুলুমে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। আর সেই ব্যর্থতা ঢাকতে জনগণের দৃষ্টি অন্যদিনে সরিয়ে নেওয়ার জন্যই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নীপিড়ন, নির্যাতন, হামলা, মামলা করে হয়রানি ও খালেদা জিয়ার পরিবারকে নিশ্চিহ্ন করতে ও জিয়ার নাম মুছে ফেলতে ষড়য়ন্ত্র চালিয়ে যাচ্ছে। ’

তিনি জনগণকে আতঙ্কিত না করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, ‘জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আর আপনিই কথা বলে জনগণকে আতঙ্কিত করছেন। ’

এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব থাকবে কিনা জনগণ তা ভাবতে শুরু করেছে বলেও দাবি করেন মোশাররফ।

তিনি বলেন, ‘দেশের উন্নয়ন আর জনগণের সুযোগ সুবিধার দিকে না তাকিয়ে সরকার বিদেশিদের খুশি রাখার জন্য ট্রানজিট করিডোর দিচ্ছে। ’

তিনি বলেন, ‘জনগণের কথা চিন্ত না করে দেশ বিরোধী চুক্তি করে প্রভূদের খুশি করলে জনরোষের কবলে পড়তে পারেন।   আর সেই জন¯্রােতের কবলে পরলে আপনাকে ভাটার মুখে  ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। ’

মোশাররফ  হোসেন বলেন, ‘স্বাধীনতার পর ক্ষমতায় এসে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল এই আওয়ামী লীগ। তাদের আবার ক্ষমতায় এসে বাকশাল প্রতিষ্ঠা করার স্বপ্ন ও শখ জেগেছে।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি থাকতে অন্য দেশকে ট্রানজিট করিডোর দিয়ে আমাদের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দেবেন সে সুযোগ আপনারা পাবেন না। আর আপনাদের চিরদিন ক্ষমতায় থাকার সেই স্বপ্নও বাস্তবায়ন হবে না। ’

বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে যাওয়ার কারণে বিএনপি নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাকে হাস্যকর উল্লেখ করে  মোশাররফ বলেন, ‘অবিলম্বে এই মামলা প্রত্যাহার করুন। ’

বিএনপির এমপি ও সাবেক মন্ত্রীদের ভিআইপি লাউঞ্জে ঢুকতে না দিয়ে সরকারই  আইন ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড রাখার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,  ‘ঐতিহাসিক বিডিআরের নাম মুছে ফেলার চক্রান্ত করছে সরকার। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।