ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্টা করা হবে: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্টা করা হবে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিজয়ের মাসে বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। ’

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস কাবের সামনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও মানবাধিকার রক্ষার দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



এসময় আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও শাম্মি আক্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজি, অধ্যাপিকা তাহমিনা আক্তার প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ‘এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা একদলীয় শাসন কায়েম করে বিরোধী দলকে নিশ্চিহ্ন‎ করতে নীপিড়ন-নির্যাতন করছে।

তিনি বলেন, ‘কক্সবাজারের আওয়ামী লীগ ক্যাডারদের প্রেস কাব দখল ও মুলাদি প্রেস কাবের সভাপতি হত্যার ঘটনা স্বাধীনতা পরবর্তী সময়ের কথাই স্মরণ করিয়ে দেয়। ’

তিনি বলেন, ‘সরকারের অন্যায় অত্যাচারে দেশের মানুষ অতিষ্ট হয়ে পড়ছে। ’

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘দেশে এখন আর আইনের শাসন নেই। এতে  বোঝা যায়, সরকার আইন লঙ্গন করে মাহমুদুর রহমানকে মামলার রিভিউ করার সুযোগ থেকে বঞ্চিত করেছে। ’

তিনি সরকারকে বলেন, ‘যদি আপনারা এই অন্যায় জুলুম থেকে বেরিয়ে না আসেন তাহলে জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতাচ্যূত করবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad