ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ইসলাম ধর্মে হরতালের বিধান নেই: ওলামা মাশায়েখ সংহতি পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

ঢাকা: বাংলাদেশ ওলামা মাশায়েখ সংহতি পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি আব্দুল কাইয়ূম খান বলেছেন, ইসলাম ধর্মে হরতালের বিধান নেই।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।



সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আহুত ২৬ ডিসেম্বর হরতালে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য বাংলাদেশ ওলামা মাশায়েখ সংহতি পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইসলামে হরতালের বিধান নেই জানিয়ে মুফতি কাইয়ূম বলেন, তাই ইসলামের নামে যখন হরতাল আহ্বান করা হয় এবং নিরীহ জনগণকে তা পালন করতে বাধ্য করা হয় তখন এ দেশের ওলামা মাশায়েখগণ আর নিশ্চুপ বসে থাকতে পারে না।

তিনি বলেন, ‘হরতাল-অবরোধের ব্যাপারে দেশের জনগণ কখনও একমত হয় না। একান্ত অনিচ্ছা সত্ত্বেও যানবাহন দোকানপাট বন্ধ রাখতে হয়। ’

সেইসঙ্গে তিনি হরতালে সাধারণ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, ‘হরতালে কল-কারখানার শ্রমজীবী ও কর্মজীবী মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। অনেক হতদরিদ্র মানুষ আর্থিক সংকটে পড়ে। এভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা ইসলামে বৈধ নয়। ’

তাই ইসলামবিরোধী হরতাল আইন করে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে তিনি বলেন, ‘ইসলাম শুধু ন্যায়ের প্রতিষ্ঠাই চায় না, আইনের শাসনের প্রতিষ্ঠাও নিশ্চিত করে। তাই ইসলাম কোনও অপরাধ বিচারহীনভাবে এড়িয়ে যাওয়াকে সমর্থন করে না। ’

মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত উল্লেখ করে আব্দুল কাইয়ূম খান বলেন, ‘ইসলামের দৃষ্টিতে এ অপরাধের সঙ্গে সঙ্গে বিচার হওয়া প্রয়োজন। কোনও কারণে যদি তা না হয়, হাজার বছর পর হলেও এর বিচার করতে হবে। ’

তিনি বলেন ‘বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করায় আমরা অভিনন্দন জানাচ্ছি বটে, তবে বিচার প্রক্রিয়ার ধীরগতি খুবই দুঃখজনক। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলামা মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান ফরিদউদ্দিন মাসউদ, মহাসচিব শহীদুল উজানবী এবং পরিষদের নেতা ওবায়দুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়:১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।