ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজনীতি মানে আওয়ামী লীগ-বিএনপি নয়: পররাষ্টমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
রাজনীতি মানে আওয়ামী লীগ-বিএনপি নয়: পররাষ্টমন্ত্রী

ঢাকা: পররাষ্টমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনীতি মানে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নয়। রাজনীতি মানে হলো জনসেবা।



বৃহস্পতিবার দুপুরে সন্ধানীর ২১তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
ডা. দীপু মনি বলেন, কোনও সংগঠনই অরাজনৈতিক হতে পারে না। তবে একটা নিরপেক্ষ অবস্থান নিতে পারে। সে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সবাইকে একত্রিত হতে হবে।

তাহলেই শুধু একটি সংগঠন সফলতার মুখ দেখতে পারে বলে মন্তব্য করেন মন্ত্রী।

সেইসঙ্গে তিনি সন্ধানীকে তেমন একটি সংগঠনে পরিণত হতে হবে তাগিদ দেন।
 
দেশের প্রচলিত রাজনীতির উদাহরণ দিয়ে দীপু মনি বলেন, সন্ধানীতেও গ্রুপিং আছে। আর এ গ্রুপিংকে উৎসাহিত করছে এ প্রতিষ্ঠানেরই কিছু ঊর্র্ধ্বতন কর্মকর্তা। আমি তাদের অনুরোধ করব সন্ধানীকে নিজের মতো চলতে দেন।

এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘চিকিৎসকদের সহিংসতায় অংশ নেওয়া মানায় না। তাদের জীবন হরণ করার চেয়ে জীবন রক্ষাই মূল কাজ হবে। ’

তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি তারেক ইসলাম জেমস।

এতে বিশেষ অতিথি ছিলেন বিএমএ‘র সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ইউনিটের অধ্যক্ষ ড. এমএ আজহার।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্ভর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।