ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির সারা দেশে সমাবেশ করবে যুবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

ঢাকা: জাতীয়তাবাদী যুবদল আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিভাগসহ দেশের সকল বিভাগীয় শহরে সমাবেশ করবে।

বুধবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের এক আলোচনা সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এ কথা জানান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পৌর নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর পে যুবদলের নেতাকর্মীদের কাজ করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেবে।

সাইফুল আলম নীরব বলেন, মার্চের প্রথম সপ্তাহে কেন্দ্রীয়ভাবে ঢাকায় যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ যুব মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি বলেন, দেশের সকল জেলা উপজেলার নেতা কর্মীদের সংগঠিত করার জন্যই এই সমাবেশ করবে যুব দল। বেশ কিছু এলাকায় নতুন কমিটি করার কথা রয়েছে।

বৈঠকে যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সভাপতি অ্যালবার্ট পি কস্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেল হক, এস এম জাহাঙ্গীরসহ যুব দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।