ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার ক্ষমতায় এসে নির্বাচনী সব ওয়াদা ভুলে গেছে: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১১
সরকার ক্ষমতায় এসে নির্বাচনী সব ওয়াদা ভুলে গেছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার মতায় আসার পর নির্বাচনী সকল ওয়াদা ভুলে গেছে। নেই ঘরে ঘরে চাকরি, ১০টাকার চাল আর বিনামূল্যের সার।

শুধু তাই নয়, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় সাধারণ মানুষ পড়েছে দূর্ভোগে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও পৌর এলাকার গোয়ালপাড়া, সেনুয়াপাড়া ও বশির পাড়ায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী বৈঠকে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব আছে বলে মনে হয় না। অন্য কোন দলকে তারা স্বীকার করতে চায়না। অতীতেও তারা একদলীয় বাকশাল কায়েম করেছিল, এখনও সেই চেষ্টা করছে। তাই পৌরসভা নির্বাচনের মাধ্যমে সরকারকে বোঝানো হবে তাদের জনপ্রিয়তা কতটুকু।

 এ সময় মেয়র প্রার্থী চৌধুরী গোলাম সারোয়ার রঞ্জু, অ্যাড.আব্দুল হালিমসহ পৌর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।