ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সালাউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

ঢাকা : রাজধানীর সাবেক এমপি (যাত্রাবাড়ী-ডেমরা) সালাউদ্দিন আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এরপর সন্ধ্যায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে দেখা করেন সালাউদ্দিন। এ সময় খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের শুরুতে সালাউদ্দিন আহমেদকে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, শনির আখড়াতে বিদ্যুৎ ও পানির দাবিতে ফুঁসে ওঠা জনতার ধাওয়া খেয়ে তার দৌড়ে পালানোর দৃশ্য সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পর তিনি ‘দৌড় সালাউদ্দিন’ নামে পরিচিতি পান।

বাংলাদেশ সময় ২১০০ ঘণ্টা, ৮ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।