ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার এককভাবে পৌর নির্বাচন করতে চায়: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
সরকার এককভাবে পৌর নির্বাচন করতে চায়: বিএনপি

ঢাকা: সরকার এককভাবে পৌরসভা নির্বাচন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমাবার দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।



পৌর নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর সরকার দলীয় ক্যাডারদের হামলার বিষয়টি গণমাধ্যমকে জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের অগণতান্ত্রিক আচরণের পরও গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে বিএনপি পৌরনির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু সারা দেশে বিএনপি প্রার্থী ও প্রাথীর পক্ষে যারা কাজ করছে তাদেরকে আওয়ামী লীগ দলীয় ক্যাডাররা লাঠিপেটা করছে। অপহরণ করে নির্মম নির্যাতন চালাচ্ছে। ’

কিশোরগঞ্জ জেলার কুরিয়ারচর পৌরসভার বর্তমান মেয়র ও থানা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল মিল্লাতকে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘যে জেলা থেকে রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচিত হয়েছেন আমরা মনে করেছিলাম সে জেলার মানুষ ন্যায় বিচার পাবেন। কিন্তু রাষ্ট্রপতি-স্পিকারও দলীয় মনোভাব নিয়েই কাজ করছেন। ’

আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে কেউ রেহায় পাচ্ছে না মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘ঢাবির সূর্যসেন হলের সাবেক ভিপি ও ছাত্রদল নেতা অন্ধ সংস্থার মহাসচিব খলিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে রমনা থানা মসজিদ কমপ্লেক্সের ঈমাম আবু ইসহাককে। ’

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সারাদেশে দলীয় নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার ভয়ঙ্কর দুর্বৃত্ত আচরণ করছে। আমরা বুঝতে পারছি না তারা দেশটাকে কোন মৃত্যুপুরীতে পরিণত করতে চায়। ’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ, বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।