ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আ.লীগের তিন বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার চুয়াডাঙ্গায়

বিপুল আশরাফ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভা নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী ৩ মেয়র প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু ও মহিলা আওয়ামী লীগের আহবায়ক আমেনা বেগম।



বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এ ঘোষনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম লাল্ডু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।