ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বেইজিং পৌঁছেছেন খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০
বেইজিং পৌঁছেছেন খালেদা জিয়া

ঢাকা: বেইজিং পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় তিনি বেইজিং আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান।



বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির আর্ন্তজাতিক বিভাগের মহাপরিচালক ইয়ান সিডংসহ দলের উর্ধ্বতন কর্মর্কতারা।

বিমান বন্দর থেকে তাকে মটর শোভাযাত্রাসহকারে অলিম্পিক বার্ড নেস্ট স্টেডিয়ামে পরির্দশনে নিয়ে যাওয়া হয়।

সোমবার দুপুরে চীনা কমিউনিস্ট পার্টির সদর দপ্তর পরিদর্শন শেষে পার্টি আয়োজিত এক মধ্যাহ্নভোজে যোগ দেবেন খালেদা জিয়া। এ ভোজ সভায় চীনা কমিউিনিস্ট পার্টির কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিকেলে কমিউনিস্ট পার্টির ভাইস  প্রেসিডেন্ট জিং পিয়ংয়ের সঙ্গে খালেদা জিয়া আনুষ্ঠানিক বৈঠক করবেন।

আর খালেদা জিয়ার সঙ্গে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

উল্লেখ্য, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৮ ডিসেম্বর চীন গেছেন। পাঁচ দিনের এ সফর শেষে আগামী ২৪ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।