ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাকা’র গ্রেপ্তারে জামায়াতের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১০
সাকা’র গ্রেপ্তারে জামায়াতের প্রতিবাদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ায় প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

শনিবার দলটির প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম সাক্ষরিত এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এ প্রতিবাদ জানান।



বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার একদিকে আইনের শাসনের কথা বলছে, অন্যদিকে বিরোধী দলের নেতাদের  গ্রেপ্তারের ক্ষেত্রে আইনের কোনো তোয়াক্কা করছে না। ’

সাকাকে গ্রেপ্তারের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্র আবারও উন্মোচিত হলো মন্তব্য করে আজহারুল ইসলাম বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তা কোনো গণতান্ত্রিক ও সভ্য সমাজে কল্পনা করা যায় না। এটা মানবাধিকারের চরম লংঘন। ’

বিবৃতিতে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোকে সরকারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad