ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নওগাঁয় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১০

নওগাঁ: নওগাঁয় বিএনপি’র মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বুধবার যুবদল নেতা ওমরের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে প্রচণ্ড গরমে তিনি মারা গেছেন।



মৃত এনামুল হক ওমর (৪৫) রানীনগর থানা যুবদলের সাধারণ সম্পাদক এবং বড়গাছা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টার দিকে নওগাঁ ব্রিজের মোড়ে জেলা বিএনপি’ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সবাই এদিক সেদিক দৌড়াতে থাকেন। পালাতে গিয়ে যুবদল নেতা এনামুল হক ওমর রাস্তায় উপর পড়ে যান। পরে নওগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জানান, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে ওমর রানীনগর থেকে নওগাঁ এসেছিলেন। পুলিশ হঠাৎ লাঠিচার্জ শুরু করলে ওমর পালাতে গিয়ে মারা যান।
 
নওগাঁ পুলিশ সুপার মো. মোফাজ্জেল হোসেন জানান, মাববন্ধন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে এটা ঠিক। তবে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু হয়নি। এটা স্বাভাবিক মৃত্যু। প্রচণ্ড গরমে তিনি মারা যেতে পারেন।

মানববন্ধনে পুলিশের হামলা ও যুবদল নেতা মৃত্যুর প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।