ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘সরকার যুদ্ধাপরাধীদের ক্ষমা করে মানবতাবিরোধীদের বিচার করছে’

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

ঢাকা: সরকার যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়ে মানবতাবিরোধীদের বিচার করছে। যারা অত্যাচারী, ধর্ষণকারী ও ১৯৫ জন যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

সময় এসেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, ‘শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী সর্ম্পকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জাতীয় সংসদকে অপবিত্র করেছেন। শেখ মুজিব বাকশাল কায়েম করে আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন। ‘

বক্তারা বলেন, ‘জিয়াউর রহমান মানুষের আশার প্রতিফলন ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এতে বক্তব্য দেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ড. মনিরুজ্জামান মিয়া, জাতীয় প্রেসকাবের সভাপতি শওকত মাহমুদ, এফবিসিসিআই সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, ড্যাব এর মহাসচিব ড. এজেডএম শহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। পরে তার অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন খন্দকার মাহবুব হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।