ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার বাড়ির মালামাল নিয়ে সরকারি শ্বেতপত্র অসঙ্গতিপূর্ণ: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
খালেদা জিয়ার বাড়ির মালামাল নিয়ে সরকারি শ্বেতপত্র অসঙ্গতিপূর্ণ: রিজভী

ঢাকা: সরকার খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির মালামাল নিয়ে যে শ্বেতপত্র প্রকাশ করেছে প্রকৃত মালামালের সঙ্গে তার কোনো মিল নেই। এ শ্বেতপত্র অসঙ্গতিপূর্ণ, মিথ্যা এবং এটা খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের অপপ্রচার।

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কথায় মনে হচ্ছে, তাদের মধ্যে শিকারি শেয়ালের চরিত্র ফুটে উঠেছে।

সোমবার বিকেলে পৌনে ৩টায় নয়াপল্টনে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সাংবাদিক সম্মেলন এসব কথা বলেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘৭৫-এর পর দেশে ফিলে এলে শেখ হাসিনাকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, সোনার মুকুট ও শত শত ভরি স্বর্ণ ফেরত দিয়েছে সরকার। এসব কোথায় পেয়েছেন তিনি?’

রিজভী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন সাধারণ পরিবারের সন্তান। তাহলে এসব সম্পদের উৎস কোথায়?’

বিএনপি যুগ্মমহাসচিব বলেন, ‘সাধারণ মানুষের মনেও এখন প্রশ্ন, একজন নিম্ন আয়ের লোকের বাড়িতে হীরা-জহরত-মণিমুক্ত ও শত শত ভরি স্বর্ণ কোত্থেকে আসে? এছাড়া শেখ হাসিনার ঢাকার বাড়ি, লন্ডনের তিনটি বাড়ির অর্থ কোত্থেকে এসেছে?’

‘৩২ নম্বরের বাড়িটির ইনকাম ট্যাক্স ফাইল আছে কিনা’ রিজভী আহমেদকে এমন প্রশ্ন করা হলে তিনি সে প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে বলেন, ‘শেখ হাসিনা ও তার মন্ত্রীরা প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। ’

৭১টি সোফাসেট প্রসঙ্গে রিজভী বলেন, ‘এতোগুলো সোফাসেট তো একটি স্টেডিয়ামেও ধরবেন না। সৈয়দ আশরাফ এমন তথ্য কোথায় পেলেন? আসলে বিভ্রান্তিকর তথ্য দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে অপ্রপ্রচার চালানো হচ্ছে। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে বিরোধীদলীয় নেত্রী সম্পর্কে অশ্রাব্য বক্তব্য দিয়েছেন- এটা কেন?’

প্রধানমন্ত্রীর এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া পর থেকেই সরকারের মন্ত্রী-এমপিরা গোয়েবলসীয় কায়দায় এবং শিয়ালের মতো ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী-এমপিরা খালেদা জিয়ার প্রতি যে জঘন্য আচরণের পরিচয় দিয়েছে এমনটা ব্রিটিশ ও পাকিস্তান আমলেও ঘটেনি। ’

রিজভী আহমেদ বলেন, ‘সৈয়দ আশরাফ, ওবায়দুল কাদের, শেখ সেলিম যেসব বক্তব্য দিয়েছেন তা দুঃখজন ও দেশের গণতন্ত্রের অন্তরায়। ’

শেখ সেলিম মন্ত্রী হতে না পেরেই তিনি জিয়ার বিরুদ্ধে বিষোদগার করে মন্ত্রী হওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন বিএনপির যুগ্মমহাসচিব।

আওয়ামী লীগের কালচারকে নোংরা কালচার উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের মানুষ কখনোই অসভ্যতা পছন্দ করে না। সুতরাং এ মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তবের জবাব জনগণই দেবে। ’

রিজভী আহমেদ বলেন, ‘রিন্টুর লেখা বইয়ে শেখ হাসিনা সম্পর্কে যেসব তথ্য আছে তা প্রচার করে আমরা তাকে হেয় করতে চাই না। ’

রিজভী আহমেদ ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, বিএনপির অর্থ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।