ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘সরকারের কর্মকাণ্ডে অসহিষ্ণুতার চিহ্ন ফুটে উঠছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
‘সরকারের কর্মকাণ্ডে অসহিষ্ণুতার চিহ্ন ফুটে উঠছে’

ঢাকা: সরকারের কর্মকাণ্ডে সর্বত্রই অসহিষ্ণুতা চিহ্ন ফুটে ওঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।



খন্দকার মোশাররফ বলেন, ‘আমাদের রাজনীতি দিন দিন অসহিষ্ণুতার দিকে যাচ্ছে। সরকার এটা নিয়ন্ত্রণের জন্য কিছুই করতে পারছে না। যদি জনগণ সরকারের এই অগণতান্ত্রিক ও দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য অসহিষ্ণু হয় তাহলে সরকারকে এর মুখোমুখি দাঁড়াতে হবে। সরকারের হাতে তখন জনগণকে নিয়ন্ত্রণের ক্ষমতাই থাকবে না। ’

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সহিষ্ণু হতে হবে জানিয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমান এই সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন। তাই তার আমলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো। ’

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক আমানউল্লাহ কবির, ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম প্রমুখ।

মোশাররফ আরো বলেন, ‘সরকার দেশের কোন সমস্যা সমাধান করা দূরে থাক, বরং বৃদ্ধির ব্যবস্থা করছে। তারা দেশের উন্নয়নের চেয়ে বেশি চেষ্টা চালাচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার এবং তার দল বিএনপিকে ধ্বংস করতে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।