ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ডিসেম্বরেই যুদ্ধাপরাধীদের বিচার শুরুর তাগিদ সুরঞ্জিতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
ডিসেম্বরেই যুদ্ধাপরাধীদের বিচার শুরুর তাগিদ সুরঞ্জিতের

ঢাকা: ডিসেম্বরের মধ্যে যুদ্ধাপরাধ ও বুদ্ধিজীবী হত্যার বিচার শুরুর তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংষদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

পাশাপাশি ২০১১ সালের মধ্যেই বিচার শেষ করারও দাবি জানান তিনি।



সোমবার জাতীয় প্রেসকাবে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের উদ্যোগে আয়োজিত ‘বুদ্ধিজীবীদের ভূমিকা ও হত্যার বিচার’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ‘আজ (১৪ ডিসেম্বর) থেকে যুদ্ধাপরাধ এবং বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িতদের বিচার শুরু করতে হবে। এই মাস রাজাকারদের মাথা নিচু করার মাস এবং আমাদের মাথা উঁচু করার মাস। তাই এ মাসই বিচার শুরু করার মাহেন্দ্রক্ষণ। ’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘যুদ্ধপরাধীদের বিচার করতে দুই বছর লাগার কথা নয়। আপনারা অবিলম্বে বিচার শুরু করুন। ’

সুরঞ্জিত জানান, আগামী ২০১১ সালের মধ্যেই আমরা যুদ্ধপরাধীদের বিচার শেষ করতে চাই।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।