ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

গাইবান্ধায় ওসির অপসারণ দাবিতে ছাত্রলীগের মানববন্ধন সোমবার

টিআই রেজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

গাইবান্ধা: গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেনের অপসারণ দাবি  করে সোমবার সকাল ১১টায় গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজচত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করবে জেলা ছাত্রলীগ।

রোববার সন্ধ্যায় মিছিল ও সমাবেশ করে তারা এ কর্মসূচি ঘোষণা করে।



গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদণি শেষে শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান সিজু, সম্পাদক ইউসুফ আলী জোয়ারদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তানভির রায়হান তুহিন, জেলা ছাত্রলীগ নেতা রাহাত মাহমুদ বাপ্পী, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি, আসাদ হোসেন কতিক, সুমন, লেলিন, জয়, আপেল প্রমুখ।

জেলা ছাত্রলীগ সভাপতি তাহমিদুর রহমান সিজু বলেন, ‘ওসি আকবর হোসেন মাসোহারা নিয়ে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে জুয়া ও মাদক ব্যবসা চালাচ্ছেন। সাধারণ মানুষকে হয়রানিসহ ঘুষ ছাড়া তিনি কোনো মামলা রেকর্ড করেন না। ’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী জোয়ারদার বলেন, ‘সদর থানার ওসি বিভিন্ন মামলায় জড়ানোর ভয়ভীতি দেখিয়ে নিরাপরাধ লোকজনের কাছে চাঁদা দাবি করছেন। তাই আগামী সাতদিনের মধে দুর্নীতিবাজ এই ওসিকে অপসারণ করা না হলে ব্যাপক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ’

তবে এ প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন বাংলানিউজকে বলেন, ‘জেলা ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর কথা মত একটি মামলার চার্জশিট না দেওয়ায় তারা এ ধরণের অভিযোগ তুলেছে। ’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।