ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জি-নাইনের আলোচনা সভা নিয়ে বিএনপি নেতাদের ক্ষোভ

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

ঢাকা: জি-নাইনের ‘বাংলাদেশের মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় দেশের বিশিষ্টজন ও বিদেশি কূটনীতিকদের আশানুরূপ উপস্থিতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কয়েকজন সিনিয়র নেতা।

রাজধানীর গুলশানে রোববার বিকেলে একটি অভিজাত হোটেলে জি-নাইনের কর্ণধার শফিক রেহমান এ অনুষ্ঠান আয়োজন করেন।

তবে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব, দেশের বিশিষ্ট জন ও বিদেশি রাষ্টদূতদের উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়নি।  

সূত্রেমতে, অনুষ্ঠানস্থলে বিদেশি কূটনীতিকদের বসার নির্ধারিত স্থানে কানাডা দূতাবাসের একজন প্রেস উইং সদস্য, ইরান ও আফগান দূতাবাসের কর্মকতা ছাড়া উল্লেখযোগ্য কাউকে দেখা যায়নি। এ নিয়ে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা চেয়ারপারসনের কাছে ক্ষোভ প্রকাশ করেন বলে জানিয়েছেন দলীয় সূত্র।

বিষয়টি জানতে বিএনপি মহাসচিবের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার একজন ব্যক্তিগত কর্মকর্তা বাংলানিউজকে জানান, মহাসচিব ঘুমিয়ে পড়েছেন। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।