ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফারুক সম্পর্কে হানিফ

জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিৎ

ঢাকা: ‘আওয়ামী লীগকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে আনা হবে’ বলে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেছেন, ‘বিরোধী দলীয় চিফ হুইপ যে ভাষায় কথা বলছেন তা কেবল সন্ত্রাসীদের মুখেই মানায়।

কোন সভ্য দেশের সংসদ সদস্যের মুখে মানায় না। তার এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে গোটা সংসদ অপমাণিত হয়েছে। এ কারণে জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিৎ। ’

রোববার বিকেলে ফকিরেপুল টিঅ্যান্ডটি কলোনি মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত নারীনীতি বিরোধী অপপ্রচার, যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্র ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি আশরাফ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মহাজোটের এমপি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।

মইন উ আহমেদকে মাহবুব-উল-আলম হানিফ বেঈমান বলায় খালেদা জিয়ার উদ্দেশে হানিফ বলেন, ‘আপনি (খালেদা জিয়া) কি ষড়যন্ত্র করেছিলেন যা না মানায় তাকে বেঈমান বললেন, জাতি তা জানতে চায়। ’

তিনি বলেন, ‘বিএনপি গত অধিবেশনে সদস্যপদ রক্ষার জন্য সংসদে গিয়েছিল। জনগণের পক্ষে কথা বলার জন্য যায়নি। এখন সংসদে যাওয়ার ব্যাপারে তারা নানা নাটক করছে। ’
রাশেদ খান মেনন বলেন, ‘নারীনীতিতে ইসলাম বিরোধী কিছু নেই। ’

খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করলে বিএনপি সংসদে যাবে-মওদুদ আহমদের এমন দাবির পরিপ্রেক্ষিতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘দুর্নীতিবাজ, লুটপাটকারী খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করতে জনগণ আমাদের ক্ষমতায় বসায়নি। ’

মধ্যবর্তী নির্বাচনের দাবি পুরোপুরি নাকোচ করে দিয়ে তিনি বলেন, ‘পাঁচ বছরের এক ঘণ্টা আগেও সরকার ক্ষমতা ছাড়বে না।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘন্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।