ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতাল : শিক্ষকদের সঙ্গে উলামা-মাশায়েখ পরিষদের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
হরতাল : শিক্ষকদের সঙ্গে উলামা-মাশায়েখ পরিষদের মতবিনিময়

ঢাকা: জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ডাকা আগামী ২৬ ডিসেম্বরের হরতাল সফল করতে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ।

রোববার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



‘উলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রদত্ত সুপারিশের ভিত্তিতেই শিানীতি চূড়ান্ত করা হয়েছে’ মর্মে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাখান করে মতবিনিময় সভায় বলা হয়েছে, ‘আগামী ২৬ ডিসেম্বর আহুত হরতাল বানচাল করতেই শিক্ষামন্ত্রী এ ধরনের বক্তব্য দিচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ’
 
সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুহিউদ্দীন খানের সভাপতিত্ব পরিষদের পে মতবিনিময় সভায় বাংলাদেশ আইম্মাহ পরিষদের সভাপতি মহিউদ্দিন রব্বানী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, উলামা-মাশায়েখ পরিষদের যুগ্ন সম্পাদক ড. খলীলুর রহমান মাদানী, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, পরিষদের মহানগরী সভাপতি আহমদ আলী কাসেমী, সেক্রেটারি সালেহ্ সিদ্দিকী, এনামুল হক মুসা, আবু দাউদ যাকারিয়া, হুমায়ুন কবীর, মুহাম্মদ ফাহীম ছিদ্দীকী প্রমুখ উপস্থিত ছিলেন।

শিকদের পে বাংলাদেশ মাদরাসা শিক পরিষদের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ যাইনুল আবেদীন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা, পরিষদের এবতেদায়ী মাদরাসা প্রতিনিধি আবদুছ ছবুর মাতুব্বার, হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, মোশাররফ হোসেন, আব্দুর রাজ্জাক, হেমায়েত উদ্দিন, আবুল কাশেম গাজী, মুহাম্মদ মিজানুর রহমান, মাহতাব উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।