ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি : ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০
বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি : ওবায়দুল কাদের

ঢাকা : ‘বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, বারুদের গন্ধ পাচ্ছি, রক্তের গন্ধ পাচ্ছি। কারো কারো কথায় মনে হয়, ১৫ আগস্ট ও ২১ আগস্টের মতো আরেকটি রক্তাক্ত ট্রাজেডি আসছে।



এসব কথা বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।
 
শনিবার জাতীয় জাদুঘরে ‘আমরা সূর্যমুখী’ নামের একটি সংগঠনের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে নাট্যব্যাক্তিত্ব আতিকুল হক চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আশঙ্কার কথা বলেন।

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের বক্তব্যের বিরোধীতা করে তিনি বলেন, ‘দেলোয়ার সাহেব খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির সঙ্গে সাধারণ দুটো বাড়ির (সুধা সদন ও ধানমণ্ডি ৩২ নম্বর) তুলনা করছেন। তিনি লন্ডনে তিনটি বাড়ির কথা বলে আজগুবি গল্প ফেঁদে বসেছেন। ’

তিনি বলেন, ‘দেলোয়ার সাহেব শেখ হাসিনা ও শেখ রেহানার আয়কর ফাইল খুঁজছেন। শুধু তাই নয় তিনি বঙ্গবন্ধু কীভাবে ধানমণ্ডির বাড়ি বানালো তার ইতিহাস খুঁজছেন ও টিনের (সম্পদের) হিসাব খুঁজছেন। তিনি যেভাবে ফাইল খুঁজছেন তাতে তাকে দুদক ও এনবিআরের মহাসচিব পদে বসিয়ে দেওয়া যেতে পারে। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আজ হারানো ক্ষমতা ফিরে পেতে রাজনীতিবিদের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা যাচ্ছে। ক্ষমতার খেলায় নৈতিকতার কানাকড়ি দাম নেই। প্রতারণার কৌশল ক্ষমতা অর্জনের নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। ’

গণতন্ত্র সমুন্নত রাখতে ও প্রতারণার কৌশল পরিহার করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের জনসমর্থনহীন আন্দোলন যখন নিভে যেতে বসেছে, তখন তারা আক্রোশের বশবর্তী হয়ে আগুন নিয়ে খেলা শুরু করেছে। গণতন্ত্রের স্বার্থে এই খেলা তাদের বন্ধের আহ্বান জানাচ্ছি। ’

শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাফা নুরউল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আআমস আরোফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।