ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌর নির্বাচনকে আন্দোলনের বড় কৌশল হিসেবে নিয়েছে বিএনপি:ফখরুল

ফিরোজ আমিন সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০
পৌর নির্বাচনকে আন্দোলনের বড় কৌশল হিসেবে নিয়েছে বিএনপি:ফখরুল

ঠাকুরগাঁও: ‘আন্দোলন থেকে বিএনপির দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্যই সরকার পৌর নির্বাচন ঘোষণা করেছে। তবে এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে আন্দোলনের সবচেয়ে বড় কৌশল হিসেবে।

নির্বাচন উপলক্ষে জনগণের কাছে গিয়ে সরকারের অগণতান্ত্রিক, দেশবিরোধী এবং জনবিরোধী কার্যকলাপ তুলে ধরা হবে। ’

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেনা। ফলে সাধারণ মানুষের কষ্ট বেড়েই যাচ্ছে। তাই প্রতিটি নির্বাচনেই বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে সরকারের ব্যর্থতার জবাব দিতে হবে। ’

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতা-কর্মীরা।

বাংলাদশে সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।