ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খুন

টিএম মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বগুড়া: বগুড়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফকে (৪৮) ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।

নিহত আব্দুল লতিফ দুপচাঁচিয়া পৌর এলাকার থানা সংলগ্ন চক সুকানগাড়ী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।



দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (প্রশাসন ও অপারেসন্স) মোজাম্মেল হক রাত ৯টা ৩৯ মিনিটে বাংলানিউজকে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এশা’র নামাজ পড়ে রাত সাড়ে ৮ টার দিকে আব্দুল লতিফ তার বাসায় ফিরছিলেন। পথে দুস্কৃতিকারীরা তাকে ফলা জাতীয় লম্বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন।

তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টায় তার মৃত্যু হয়।

সারিয়াকান্দী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী রাত ৯টা ২২ মিনিটে বাংলানিউজকে জানান, আব্দুল লতিফ আহত হওয়ার কিছুক্ষণ আগেই তারা দু’জন একসাথে মসজিদে নামাজ আদায় করেছেন।

এদিকে, নিহতের মৃত্যুর ব্যপারে তাৎক্ষণিকভাবে পরিস্কার করে কিছু জানাতে রাজি হয়নি পুলিশ।

অন্যদিকে, বগুড়া শজিমেকে লাশ দেখতে আসা দুপচাঁচিয়ার স্থানীয় জনসাধারণ এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।