ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

তানভীর হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক দিদার খন্দকারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।



নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বাংলানিউজকে জানান, গত ১৪ নভেম্বর বিএনপি আহূত হরতালের সময়ে বিএনপি সমর্থিত পিকেটার ও নেতাকর্মীরা বেআইনিভাবে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর উপর হামলা, পুলিশের কাজে বাধা প্রদান করে।

এ ঘটনায় ওই দিনই সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। দিদার ওই মামলায় এজহারভুক্ত আসামি।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দিদারকে গ্রেপ্তার করে।

দিদার শহরের বাবুরাইল এলাকার আবুল হোসেনের পুত্র।

প্রসঙ্গত, ১৪ নভেম্বর হরতাল পালনকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, ইটপাটকেল নিপে, টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় নারায়ণগঞ্জ শহর রণেেত্র পরিণত হয়।

সকাল সাড়ে ৬টা হতে বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে সদর মডেল থানার ওসিসহ অন্তত ১০ পুলিশ, নারায়ণগঞ্জ প্রেস কাবের সভাপতিসহ তিন সাংবাদিক এবং বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়ন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।