ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘শ্রমিকদের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন আবুল বাশার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

ঢাকা: সাম্রাজ্যবাদ ও দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করেছেন ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি ও পলিট ব্যুরো সদস্য আবুল বাশার। তিনি ছিলেন শ্রমিকদরদি।

আমৃত্যু শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন।

শুক্রবার বিকালে মুক্তাঙ্গনে এই নেতার স্মরণে শোকসভায় বক্তারা এসব বলেন।

জাতীয় শ্রমিক ফেডারেশন এ শোকসভার আয়োজন করে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মেনন বলেন, ‘বিশ্বব্যাংক ও আইএফএম যখন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় কাজ করছে তখন আবুল বাশার আমৃত্যু লড়াই করে গেছেন। পাশাপাশি তিনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক। ’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার যখন একের পর এক পাটকল চালু করছে তখন সবচে বেশি মনে পড়ছে আবুল বাশারের কথা। বিগত সময়ে যখন পাটকলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল তখন তিনি ছিলেন সবচে প্রতিবাদি কন্ঠ। ’

অনুষ্ঠানের শুরুতে এই নেতার স্মরনে এক মিনিটি নিরবতা পালন করা হয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ, শ্রমিক লীগের সভাপতি আ. মতিন মাস্টারসহ ওয়াকার্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।