ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কোথায় সেই সাংবাদিক বন্ধুরা: এ টি এম আজহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
কোথায় সেই সাংবাদিক বন্ধুরা: এ টি এম আজহার

ঢাকা: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এমটিএম আজহারুল ইসলাম বলেছেন, কোথায় সেই সাংবাদিক বন্ধুরা, যারা গত সরকারের আমলে দুর্নীতির কথা বলতেন। তারা কি এ সরকারের দুর্নীতি দেখেন না?

শুক্রবার রাজধানীর আলফালাহ মিলানয়তনে শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



এসময় এটিএম আজহারুল দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত দুই বছরে বাংলাদেশে ১০ হাজার ব্যক্তি নতুন কোটিপতি হয়েছেন। জনগণের টাকা লুটপাট করে নতুন এ কোটিপতিরা সরকারেরই লোক।

ভারতের সঙ্গে করা সরকারের চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে নেপালে যাওয়ার জন্য ছয় কিলোমিটার রাস্তা ব্যবহারের সুযোগ দেয়নি, সেই ভারতকে সরকার হাজার কিলোমিটার রাস্তা বিনা শুল্কে ব্যাবহারের সুযোগ দিচ্ছে।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমীনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।