ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রোববার মানবাধিকার দিবসের আলোচনা সভা করবে জি-৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

ঢাকা: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর রোববার গুলশানের হোটেল লেক শোরে আলোচনা সভা করবে জি-৯ (গ্রুপ-নাইন)।

ওই সভায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।



এছাড়া এনডিআই প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, সৌদি আরব ইত্যাদি দেশের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা আলোচনায় অংশ নেবেন।

সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে অমার্জিত আচরণ ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad