ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

উলামা-মাশায়েখ পরিষদের হরতাল প্রস্তুতি কমিটির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

ঢাকা: উলামা-মাশায়েখ পরিষদের ডাকা আগামী ২৬ ডিসেম্বরের হরতাল বাস্তবায়নে বৈঠক করেছে সংগঠনটির প্রস্তুতি কমিটি।

শুক্রবার বিকেলে পুরানা পল্টনস্থ উলামা মাশায়েখ পরিষদের  কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ধারাবাহিকভাবে সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে দাবি আদায়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত জেলা ও বিভাগীয় শহরগুলোতে লাগাতার সমাবেশ, বিক্ষোভ মিছিল আয়োজনেরও সিদ্ধান্ত হয়।

বৈঠকে জাতীয় সংসদে কণ্ঠ ভোটে পাশ হওয়া জাতীয় শিানীতি সংশোধনের দাবি জানানো হয়। এছাড়া ইমামদের অনুষ্ঠানে নৃত্যের আয়োজন করায় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম আফজালের অপসারণেরও দাবি জানানো হয়।

পরিষদের সভাপতি ও মাসিক মদীনা পত্রিকার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খানের সভাপতিত্বে প্রস্তুতি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মাদ্রাসা শিক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্য মুহাম্মদ যাইনুল আবেদীন, উলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন রব্বানী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের যুগ্ন সম্পাদক ড. মাওলানা খলীলুর রহমান মাদানী, বাংলাদেশ ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোবিন, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মোমতাজ চৌধুরী, আহকামে শরীয়াহ হেফাজত কমিটির মহাসচিব আবদুছ ছবুর মাতুব্বার, বাংলাদেশ সচেতন যুব সমাজের সেক্রেটারি জেনারেল মাওলানা ফাহীম ছিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।