ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ইফা’র ডিজি’র অপসারণের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

গাজীপুর: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) শামীম মো. আফজালের অপসারণ ও শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার বাদ জু’মা গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে  জেলা শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে।

পরে মসজিদের কয়েকশ’ মুসুল্লি নিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে তারা।

সংগঠনটির গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. আমীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা শাহজাহান রহমতপুরী, হাফেজ এইচএম সাইদুর রহমান, আবু জাফর মো. সালেহ, মাওলানা আব্দুর নূর আজাদ, শহিদুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা সম্প্রতি ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির হলরুমে মার্কিন তরুণীদের অশ্লীল নৃত্য পরিবশেনের তীব্র নিন্দা জানান। সরকারের কাছে ওই ডিজির অপসারণ ও তার শাস্তি দাবি করে বলেন, ‘অন্যথায় সাধারণ মানুষদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।