ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

তেলিয়াপাড়া স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধাঞ্জলি

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

হবিগঞ্জ থেকে: মুক্তিযুদ্ধ পরিচালনার প্রথম পরিকল্পনার স্থান হবিগঞ্জের তেলিয়াপাড়া স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সাল, সংরক্ষিত আসনের এমপি শাম্মী আক্তার, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।



উল্লেখ্য, তেলিয়াপাড়াতেই ১৯৭১ সালের ৪ এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার রণকৌশল নির্ধারণে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানীর নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে মুক্তিযুদ্ধের সেক্টর গঠন ও বণ্টন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।