ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌর নির্বাচন মহাজোটের জন্য একটি বিরাট পরীক্ষা: এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
পৌর নির্বাচন মহাজোটের জন্য একটি বিরাট পরীক্ষা: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দলীয়ভাবে নয়, আসন্ন পৌারসভা নির্বাচন মহাজোটগতভাবেই হবে। ’

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকার (আওয়ামী লীগ) ঘোষণা দিয়েছে মহাজোটগতভাবেই পৌরসভা নির্বাচনে অংশ নিতে হবে। দলীয়ভাবে অংশ নেওয়ার কোনও সুযোগ নেই। এ নির্বাচন মহাজোটের জন্য বিরাট এক পরীক্ষা। এ নির্বাচনে মহাজোটকে জিততেই হবে। তাই যেখানে যে প্রার্থী দেওয়া হবে তাকে জিতিয়ে আনার দায়িত্ব তোমাদের। ’

জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির নেতাকর্মীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার দাবির জবাবে তিনি বলেন, ‘তোমরা আগে সংগঠিত হও। তোমাদের মনোবাসনা আল্লাহ পূরণ করবে। ’

সংসদে না যাওয়ায় বিরোধীদলের সমালোচনা করে এরশাদ বলেন, ‘আপনারা সংসদে যাবেন না। দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন। সরকারের অংশ হিসেবে বিরোধীদল সংসদে থাকবে এটাই স্বাভাবিক। সরকারি কর্মকা-ের সমালোচনা করে সংসদকে কার্যকর করার দায়িত্ব আপনাদেরও। ’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। কেবল মুখেই রয়ে গেছে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। ’

প্রাদেশিক শাসনব্যবস্থা চালুর দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমি উপজেলাব্যবস্থা প্রবর্তন করে যেমন অমর হয়ে থাকবো, প্রধানমন্ত্রী আপনিও প্রাদেশিক শাসনব্যবস্থা চালু করলে অমর হয়ে থাকতে পারবেন। পৃথিবীর কোনও দেশে এখন এককেন্দ্রিক শাসনব্যবস্থা নেই। একজনের পক্ষে ১৬ কোটি মানুষকে চালানো সম্ভব না। প্রাদেশিক শাসন কায়েমের জন্য দেশকে আটটি প্রদেশে ভাগ করুন। ’

সংগঠনের আহ্বায়ক মো. নিজামউদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদ হাসান, প্রাক্তন সৈনিক পার্টির সদস্যসচিব মো. বেলাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।