ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

২৬ ডিসেম্বরের ওলামা-মাশায়েখ পরিষদের হরতালে সমর্থন বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
২৬ ডিসেম্বরের ওলামা-মাশায়েখ পরিষদের হরতালে সমর্থন বিএনপির

ঢাকা: সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আগামী ২৬ ডিসেম্বরের আহুত হরতালে সমর্থন দিয়েছে দেশের প্রধান বিরোধীদল বিএনপি।
বৃহস্পতিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষানীতি পাসের প্রতিবাদে দেওয়া ওই হরতালে বিএনপির পক্ষ থেকে নৈতিক সমর্থন দেওয়ার কথা জানানো হয়।



সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সরকার ওলামা-মাশায়েখদের আপত্তি না শুনেই একতরফাভাবে শিানীতি গ্রহণ করেছে।

বিএনপি মহাসচিব আরো বলেন ‘যৌক্তিক যে কোনো বিষয়ে আমাদের নৈতিক সমর্থন থাকবে। এর আগে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রা জাতীয় কমিটির হরতালেও সমর্থন দিয়েছিলাম আমরা’।

উল্লেখ্য, মঙ্গলবার জাতীয় সংসদে নতুন শিানীতি গ্রহণ করা হয়। নতুন এ শিক্ষানীতিতে ধর্মীয় শিার সুযোগ কমানো হয়েছে দাবি করে বুধবার সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ হরতালের ডাক দেয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।