ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দলীয়করণে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জুলাই ৬, ২০১০

ঢাকা : ক্ষমতাসীন আওয়ামী লীগের লাগামহীন দলীয়করণে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস কাবে ন্যাশনাল ইয়ুথ ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



ইয়ুথ ফোরাম উপদেষ্টা আবুল কালাম মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  গোলটেবিল আলোচনায় বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, সুপ্রীম কোট বার সমিতি সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মওদুদ বলেন, ‘যে হারে গুপ্তহত্যা বাড়ছে তাতে মনে হচ্ছে সরকার দেশকে ১৯৭২ সালের দিকে নিয়ে যাচ্ছে। তারা দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে মেধাশূন্য করে তুলছে। পিয়ন থেকে শুরু  করে উচ্চ পর্যায় পর্যন্ত দলীয় লোক বসাচ্ছে। তাদের দলীয়করণের প্রভাব এতোটাই বিস্তৃত হচ্ছে যে মানুষ মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। তাদের ব্যর্থতা সারা বিশ্বে তারা নিজেরাই ছড়াচ্ছে। ’

তিনি বলেন, ‘মির্জা আব্বাসের বাসায় বর্বরোচিত হামলা চালিয়ে তার মা ও স্ত্রীকে আহত করা হয়েছে। শমসের মবিন চৌধুরীর মতো কূটনীতিককে মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। এর প্রভাব বহি:বিশ্বেও পড়ছে। এর ফলে দেশে বিনিয়োগ কমছে। বিদেশে শ্রমবাজার ছোট হয়ে আসছে। ’ শ্রমবাজার ছোট হলে দেশের ক্ষতি হবে উল্লেখ করে মওদুদ বলেন, ‘এজন্য সরকারকেও চরম মূল্য দিতে হবে। প্রভাব পড়বে অর্থনীতিতে। মানুষ আরও দুর্বল হয়ে পড়বে। ’

সরকারের ১৭/১৮ মাসের কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধছে বলে মন্তব্য করে মওদুদ বলেন, ‘ছাত্র ও যুবলীগের সন্ত্রাসে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে সরকারের মেয়াদ কতো বলা মুশকিল। এসব ঘটনা সরকারের দ্রুত পতন ডেকে আনবে। ’

তিনি আরও বলেন, ‘দলের নেতা ও মন্ত্রীরা তাদের সফলতার গুনকীর্তন গাইলেও সাধারণ মানুষ তাদের কথা এখন আর বিশ্বাস করে না। ’ বক্তব্যে ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা চৌধুরী আলমকে কোথায় নেওয়া হয়েছে সরকারের তা জানানো উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময় ২০০০ ঘণ্টা, ৬ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad