ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মহাজোটকে শক্তিশালী করুন: আশরাফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
মহাজোটকে শক্তিশালী করুন: আশরাফ

ঢাকা: মহাজোটকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কেন্দ্রীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।



সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশের যা কিছু অর্জন তার সবই এই বামপন্থী ও অসাম্প্রদায়িক শক্তিগুলোর ঐক্যবদ্ধতার কারণেই সম্ভব হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘এ অসাম্প্রদায়িক শক্তিগুলো মহাজোট গঠন করায় আমরা বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১৪ দল আরও শক্তিশালী হলে সব ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হবে। ’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, ‘শুধু একটি পতাকা ও জাতীয় সঙ্গীতের জন্য নয়, সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। কিন্তু স্বাধীনতার কিছুকাল পরই পাকিস্তানপন্থীরা ক্ষমতার মসনদে বসায়, বিশেষ করে জামায়াত-বিএনপির মতো সাম্প্রদায়িক ও মৌলবাদ শক্তি ক্ষমতায় বসে আমাদের সে লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করেছে। এ গোষ্ঠীকে প্রতিহত করতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘এখনও কেন গোলাম আযম ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সে বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে। মহাজোট সরকারের আমলেই সব যুদ্ধাপরাধীদের বিচার করা এখন আমাদের মূল কাজ। ’

সভাপতির বক্তৃতায় সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়–য়া বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সরকারের সাফল্যের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখতে হবে। ২৩ মাসে সরকারের যে সাফল্যগাঁথা রচিত হয়েছে তাকে আরও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ’

সারাদেশ থেকে প্রায় তিনহাজার কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশ থেকে মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে  যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া দ্রুততর করা; সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, কালো টাকা, স্বৈরতন্ত্রের জঞ্জাল ও অপরাজনীতির ধারাকে পরাভূত করা; দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে মুনাফাখোর, মজুদদাররা যাতে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সরকারকে সহযোগিতা করা; রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কায়েমী স্বার্থবাদীদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে সাজগ থাকা এবং সরকারের অর্জিত সাফল্যগুলোকে তুলে ধরে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা খবরের মুখোশ উন্মোচিত করার আহ্বান জানানো হয়।

এতে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, কমরেড অধ্যাপক প্রদ্যুত কুমার ফনিক, কমরেড আবু হামেদ শাহাবুদ্দিন, কমরেড ধীরেন সিংহ প্রমুখ।

সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।