ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ইফা ডিজিকে অপসারণ না করলে আন্দোলন চলবে: আমিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০

ঢাকা: ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী বলেছেন, ‘ইসলামিক ফাউন্ডেশনে দেশের শ্রদ্ধাভাজন ইমামদের সামনে ডিজির সরাসরি নির্দেশে যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে, তা মার অযোগ্য অপরাধ। এর মাধ্যমে শুধু বাংলাদেশের মুসলমানদের নয়, সারাবিশ্বের মুসলমানদের আঘাত করা হয়েছে।


 
ইসলাম বিদ্বেষী ইফা ডিজিকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার রাতে লালবাগস্থ কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে মুফতী আমিনী এ কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, লালমাটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফারুক আহমদ, ইসলাম বাগ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরুল ইসলাম, যুগ্ন-মহাসচিব মুফতী তৈয়্যেব, মাওলানা ইরশাদুল্লাহ, মুফতী ফয়জুল্লাহ, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা জসিমুদ্দীন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মুফতী মজিবুর রহমান, আহমদ আলী, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা আব্দুর রব, মাওলানা আব্দুর রহীম, মুফতী মাসউদুর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা আব্দুল আযীজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।