ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে বহিস্কার করবে আওয়ামী লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিস্কার করবে আওয়ামী লীগ।

মঙ্গলবার রাতে দলের সাংগঠনিক সস্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বৈঠকে এ কথা জানান।

খবর বৈঠক সূত্রের।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি কার্যালয়ে সৈয়দ আশরাফের সভাপতিত্বে  এ সভা অনুষ্ঠিত হয়।

সূত্র আরো জানায়, সভায় আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সভায় বলা হয়েছে, এ নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়ার ক্ষেত্রে মন্ত্রী, এমপিরা হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী-এমপিদের হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত হয়ে স্থানীয়ভাবে প্রার্থী মনোনীত করে সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, এ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোটগতভাবে একক প্রার্থী সমর্থন দেওয়ার সিদ্ধান্ত  নিয়েছে।

এদিকে মঙ্গলবারের সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়াসহ কারো কারো বিরুদ্ধে পৌর নির্বাচনে প্রার্থী বাছাইয়ে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ বলেন,  ‘পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার মতো পরিস্থিতি দেশে বিরাজ করছে না। সেনা মোতায়েন করতে হলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ’

তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচনও সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের নজির দেশে নেই। ’

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।