ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

স্বৈরাচারের চেয়েও সরকারকে ভয়ঙ্কর বললেন ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
স্বৈরাচারের চেয়েও সরকারকে ভয়ঙ্কর বললেন ফখরুল

ঢাকা: এরশাদের স্বৈরশাসনের চেয়েও বর্তমান সরকারকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের পতন হলেও এখন আরও ভয়ঙ্কর ফ্যাসিবাদী সরকার আমাদের ওপর চেপে বসেছে।



সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে  ৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ‘স্বৈরাচার পতন: আজকের পেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা এখন সেই অন্ধকারে বাস করছি যে অন্ধাকারে হারিয়ে গেছে চৌধুরী আলম, নাটোরের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ বাবু। আমরা সেই অন্ধকারে বাস করছি যেখানে বিএনপির সাবেক ও বর্তমান মহিলা সংসদ সদস্যের ওপর পুলিশের নির্মম নির্যাতন চলে।

বিএনপির যুগ্ম-মহাসচিব এবং ৯০’র ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও ঢাকসু ভিপি আমান উল্লাহ আমান সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহম্মেদ, রুহুল কবির রিজভী, ৯০’র ছাত্র নেতা ফজলুল হক মিলন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, আবুল খায়ের ভূঁইয়া এমপি, হাবিবুর রহমান হাবিব, ড. আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, খন্দকার লুৎফর রহমান ছাড়াও ছাত্রদলের বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।