ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এখন ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার দেশ চালাচ্ছে: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
এখন ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার দেশ চালাচ্ছে: ফখরুল

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার দেশ চালাচ্ছে। এ স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।

এর জন্য একটি পথই খোলা আছে, আর তাহলো জনগণকে ঐক্যবদ্ধ করে আবারও আন্দোলন ও সংগ্রাম করা। এর বিকল্প কোনো পথ খোলা নেই। এর মাধ্যমেই গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ’

সোমবার বিকেলে জাতীয় প্রেসকাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘স্বৈরাচার, ফ্যাসিবাদ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলটেবিলে সভাপতিত্ব করেন চাষী নজরুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একাত্তরে যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, গণঅভ্যুত্থানের মাধ্যমে নব্বইয়ের ৬ ডিসেম্বর গণতন্ত্রের যে পরিবেশ সৃষ্টি করেছি এখন সে অবস্থা নেই। এখন সারা দেশে আবার স্বাধীনতা পরবর্তী সময়ের মতো মানুষ খুন, হত্যা, গুম চলছে। সরকারবিরোধী দলগুলোর নেতাকর্মীদের হত্যা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও পিটিয়ে হত্যা করে নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। ’

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, ‘মনে হচ্ছে, সরকার এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তি করে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ এখন আর্থিকভাবে স্বচ্ছল ও উন্নত হয়ে যাবে। কিন্তু এখন সরকারের মন্ত্রীরাই বলছেন, ভারতকে যে ট্রানজিট ও করিডোর দেওয়া হয়েছে তার জন্য ভারতের কাছ থেকে কোনো শুল্ক বা অর্থ আদায় করা যাবে না। ’

তিনি আরও বলেন, ‘আমরা রাস্তা দিচ্ছি, বন্দর ব্যবহারের সুযোগ করে দিচ্ছি; কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। তাহলে আমরা এই দেশের স্বার্থবিরোধী চুক্তি কেন করেছি? শুধু ক্ষমতায় থাকার জন্য?’

মির্জা ফখরুল বলেন, ‘একটি দেশের জনগণের যদি মৌলিক অধিকার না থাকে, যদি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া তাহলে সে দেশের জনগণ চুপ করে বসে থাকবে না। ’

গোলটেবিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এরশাদ মজুমদার, শিক্ষক কর্মচারী-ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নিউজ টুডে-র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রেসকাবের সভাপতি শওকত মাহমুদ, প্রেসকাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোস্তাহিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad