ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

স্বৈরাচার পতন দিবসে বিএনপি ও জাতীয় পার্টির কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

ঢাকা: সোমবার স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ সালের এ দিনে কঠোর আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদ রাষ্ট্রক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হন।



দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি নিয়েছে।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতারা দুপুর দু’টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভা আয়োজন করেছেন।

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে এতে উপস্থিত থাকবেন।

বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসকাবে হবে পেশাজীবীদের আলোচনা সভা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ১০টায় জাতীয় পার্টির বনানী চেয়ারম্যানের কার্যালয়ে গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এতে উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad