ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে: দেলোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে: দেলোয়ার

ঢাকা: বিএনপির মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘সরকারের সহযোগিতায় দেশের মানুষের সমস্যার সমাধান হবে এমনটি ভাবার কোনো অবকাশ নেই। মানুষের সমস্যা সমাধানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ মানব কল্যাণে নিবেদিত বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।



রোববার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক  স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভা আয়োজন করে।

খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘সভ্য মানুষের জন্য সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ এখন খুব কম। বিশেষ করে গণতন্ত্রবিহীন স্বৈরশাসকের আমলে তা কিছুতেই সম্ভব না। ’

তিনি আরও বলেন, ‘কোনো সরকারের আমলেই জনগণের কল্যাণে কাজ করা হয় না। ’

এনজিওর সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক এনজিও সংগঠন আছে যারা দারিদ্র সেবার নামে বিদেশ থেকে টাকা এনে লুটপাট করে। ’

মানব জাতির কল্যাণে জাতিসংঘকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য পরাশক্তিগুলোকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘ যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে সহ¯্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা কোনো দিনও অর্জন হবে না। ’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী-খান সোহেলের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-প্রচার সম্পাদক শফি বিক্রমপুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদস মীর শরাফত আলী সপু।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।