ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌরসভা নির্বাচনে যোগ্যপ্রার্থীকে বিজয়ী করুন: সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে দুই জোটের বাইরে প্রগতিবাদী, সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সিপিবি নেতারা।


 
বিজ্ঞপ্তিতে সিপিবি নেতারা জানান, আওয়ামী লীগ ও বিএনপি‘র নেতৃত্বাধীন দু’টি জোটের বাইরে সৎ, যোগ্য ও প্রগতিবাদী নির্দলীয় ব্যক্তিদের সম্মিলিতভাবে মনোনীত করে তাদের নির্বাচনি কাজ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সিপিবি।
 
এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইতোমধ্যে জেলা কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মঞ্জুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির দু’দিনব্যাপী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আলতাফ হোসেন, লক্ষ্মী চক্রবর্তী ও শামছুজ্জামান সেলিমকে পার্টির প্রেসেডিয়ামে অন্তর্ভুক্ত এবং আবুল হোসেন, মোহাম্মদ ইসমাইল ও লুৎফর রহমানকে কেন্দ্রীয় কমিটিতে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ১৭৪৮ ঘন্টা , ০৫ ডিসেম্বর , ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।